• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন 

     dailybangla 
    29th Jul 2025 11:00 pm  |  অনলাইন সংস্করণ

    পরিবেশ সচেতনতা বাড়াতে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগ

    এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর চৌমাশিয়া দারুল আরকাম কওমী মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সামাজিক সংগঠন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন।

    সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি গাজীউল ইসলাম সোহাগ। এ সময় তিনি বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”

    কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি—মোট ২২০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসা চত্বর ও এর আশপাশের এলাকায় ৩০টি গাছের চারা রোপণ করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রিজভী, সহকর্মী জবা সরকার, সিয়াম সিদ্দিকী, হাসিবুর রহমান, রিমন পারভেজ, চন্দন কুমার, স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    আয়োজকরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা ও তরুণ সমাজের দায়িত্ববোধ নিয়েও আলোচনা করেন।
    এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিআলো/তুরাগ

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031