নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীত বাড়ছে উত্তরে
dailybangla
03rd Dec 2025 3:46 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় ঋতুর সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া কেন্দ্র। বুধবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন।
সন্ধ্যার পর থেকেই কুয়াশা ও শীত বাড়তে শুরু করছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। রাতভর কুয়াশায় ঢেকে থাকলেও সকালে সূর্য উঠলে কিছুটা উষ্ণতা অনুভূত হয়। তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
বদলগাছী আবহাওয়া কেন্দ্র জানায়, গতদিনের তুলনায় তাপমাত্রা আরও কমেছে এবং আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। স্থানীয়দের মতে, রাতের ঠান্ডা বেড়ে যাওয়ায় শীতবস্ত্র ছাড়া চলাই কঠিন হয়ে পড়েছে।
বিআলো/শিলি



