নওগাঁয় সেনাবাহিনী–প্রশাসনের যৌথ অভিযানে ৬০ বস্তা সার জব্দ
এ.বি.এস রতন,নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে সারগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি অটোচালিত ভ্যানে করে ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার তালন্দ এলাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। পথিমধ্যে সন্দেহ হলে এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানায়। এরপর টহলরত সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভারশোঁ লক্ষীর মোড় থেকে সারগুলো আটক করা হয়।
চালক শাহিন আলম জানান, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও ব্যবসায়ী রবিনের কাছ থেকে সারগুলো কেনেন। পরে তালন্দে নেওয়ার পথে এগুলো আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী মজুমদার এবং মান্দা-নিয়ামতপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতেয়ার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, পাচারের তথ্য পাওয়ার পর যৌথভাবে অভিযান চালানো হয়। জব্দ করা সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, জব্দ সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।
বিআলো/ইমরান



