নওগাঁয় ৩০তম কারাম উৎসব উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা সোমবার বিকেলে নওগাঁয় উদযাপিত হয়েছে। বংশ পরমপরায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী এই পূর্ণিমা তিথিতে কারাম উৎসব পালন করে আসছে।
এইবারের উৎসবে পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, শাড়ি ও ঢোল-মাদলের তালে তালে নাচ ও গান পরিবেশন করে আদিবাসীরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। উৎসবে অংশ নেন নওগাঁসহ আশপাশের জেলা থেকে আগত ২৫টি দল। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডী। প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, জাতীয় আদিবাসী পরিষদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
কারাম পূজা বা ডাল পূজা হিসেবে পরিচিত এই উৎসবে একটি পবিত্র কারাম গাছ মাটিতে পুঁতে তার চারপাশে নাচ, গান ও কিচ্ছা বলার মাধ্যমে পূজা সম্পন্ন করা হয়। পুরোহিত নতুন প্রজন্মকে কার্মা ও ধার্মা দুই ভাইয়ের কাহিনি কিচ্ছা আকারে বলেন। এরপর উপোস ভাঙা, নাচ-গান ও কারাম ডালকে পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে।
জেলা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি আমিন কুজুর বলেন, “১৯৯৬ সাল থেকে জাতীয়ভাবে এ উৎসব পালন করা হচ্ছে। দলবদ্ধ ছন্দময় নাচের মাধ্যমে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরা হয়।”
জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলাম বলেন, “আদিবাসীরা প্রকৃতির পূজারি। তারা মনে করে প্রকৃতি তাদের ভালো রাখবে। কারাম পূজা পরিবার, সমাজ ও দেশের মঙ্গল বয়ে আনে।”
উৎসবে শিশু ও কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী আদিবাসী অংশগ্রহণ করেন এবং পরিবারের কল্যাণ, শিক্ষা ও জীবনে উন্নতির জন্য প্রার্থনা করেন।
বিআলো/এফএইচএস