নওগাঁ জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার
dailybangla
17th Jul 2025 5:57 pm | অনলাইন সংস্করণ
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার বাসিন্দা এবং মৃত আব্দুল হাই খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, খোদাদাত খানের বিরুদ্ধে বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/তুরাগ