• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নকল ভিডিও ছড়ালো রোনালদোর নামে 

     dailybangla 
    29th Apr 2025 10:15 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো-কে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। কিন্তু এই ভিডিওটি সম্পাদিত এবং এতে ব্যবহৃত অডিও এআই-নির্মিত (ডিপফেইক)এ কথা জানিয়েছেন দুজন বিশেষজ্ঞ।

    কী বলা হয়েছে ভিডিওটিতে?
    ভিডিওটিতে রোনালদোর মুখে শোনা যায় “আমি ফিলিস্তিনকে ভালোবাসি। আমি ক্রিস্টিয়ানো রোনালদো। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি কি ফিলিস্তিনিদের সমর্থন করি? হ্যাঁ, নিঃসন্দেহে। আমি ফিলিস্তিনের পক্ষে। আমি সবসময় তাদের জন্য দোয়া করি এবং করেই যাব ইনশাআল্লাহ। আমি আশা করি, আপনিও নিপীড়িতদের পাশে থাকবেন এবং তাদের জন্য প্রার্থনা করবেন। আসুন আমরা সবাই মানবতার পক্ষে দাঁড়াই।”

    ভিডিওটি পোস্ট করা হয় “ক্রিশ্চিয়ানো রোনালদোর জরুরি বার্তা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন” শিরোনামে।

    কিন্তু মূল ভিডিওতে কী ছিল?
    এই ভিডিওটি আসলে কাতারভিত্তিক আলকাস স্পোর্টস চ্যানেল-এর একটি সাক্ষাৎকার থেকে নেওয়া, যা ১৩ ফেব্রুয়ারি ২০২৫-এ প্রচারিত হয়। সাক্ষাৎকারে রোনালদো নিজের দলের জয় নিয়ে কথা বলেন এবং সিরিয়াকে “ভালোবাসি” বলার পর সাক্ষাৎকার থেকে সরে যান। ফিলিস্তিন বা কোনো রাজনৈতিক প্রসঙ্গ সেখানে আসেনি। ওই দিন সৌদি প্রো লিগে রোনালদোর ক্লাব আল-নাসর জেদ্দায় আল- আহলিকে হারায়।

    বিশেষজ্ঞরা কী বলছেন?
    রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি-র ডিজিটাল কমিউনিকেশন বিভাগের অধ্যাপক রব কভার বলেন, ভিডিওটি এআই দিয়ে পরিবর্তন করা হয়েছে, এবং এতে অনেক ভুলভ্রান্তি রয়েছে। যেমন: ব্যাকগ্রাউন্ডে লোকজনকে সামনে হাঁটার পরে আবার পিছন দিকে হাঁটতে দেখা যায়, যা ভিডিও রিভার্স করা হয়েছে বলে প্রমাণ করে। রোনালদোর মুখমণ্ডলে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়।

    শব্দগুলো কম মানের মাইক্রোফোনে রেকর্ড করা মনে হয়, প্রতি “স” ধ্বনিতে ভাঙা শোনা যায় এবং রোনালদোর কণ্ঠে হালকা “লিস্প” যোগ হয়, যা তার স্বাভাবিক ভাষণে নেই। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি-র কম্পিউটার সায়েন্স বিভাগের পিএইচডি গবেষক প্যাট্রিক ও’রেইলি বলেনরোনালদোর কণ্ঠ পুরোপুরি ভিন্ন, এবং ভিডিওটি স্পষ্টভাবে একটি ডিপফেইক।

    তিনি আরও জানান, আসল ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড আওয়াজ ও লোকজনের কণ্ঠ শোনা যায়, তা সম্পাদিত ভিডিওতে অনুপস্থিত। অতীতেও এমন ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে এর আগেও রোনালদোর ‘কোরআন পাঠ’ বা ফিলিস্তিন সমর্থনের নাম করে নকল ভিডিও ছড়ানো হয়েছিল। এমনকি রোনালদোর মতো দেখতে একজনের ভিডিওকেও আসল দাবি করে প্রচার করা হয়েছিল।

    রোনালদো এখন পর্যন্ত ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

    সবমিলিয়ে ভিডিওটি আসলে সম্পাদিত। সাক্ষাৎকারের মূল ভিডিও পরিবর্তন করে সেখানে কৃত্রিমভাবে রোনালদোর ফিলিস্তিন সমর্থনের বার্তা বসানো হয়েছে। এটি সত্য নয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031