নগর বনায়নের লক্ষ্যে ডিএনসিসি ও বন অধিদপ্তরের স্মারক সই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সড়ক বিভাজকের মধ্যবর্তী স্থান, ফুটপাথ, খালের পাড় এবং অন্যান্য বনায়নযোগ্য জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে বন অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএনসিসি।
রবিবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসির পক্ষে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আসাদুজ্জামান ও বন অধিদপ্তরের পক্ষে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে এজাজ বলেন, একটি ঐতিহাসিক মুহুর্ত, এ উদ্যোগ বাস্তবায়িত হলে “শহর মানেই জঞ্জাল” এই ধারনা থেকে নগরবাসী বের হয়ে আসতে পারবে। বন বিভাগ ও সিটি কর্পোরেশনের যথাযথ সমন্বয়ের মাধ্যমে শহরকে আরো সবুজ, আরো বাসযোগ্য করে গড়ে তোলা হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, এ সমঝোতা স্মারক ঢাকার সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের কার্যক্রমকে গতিশীল করবে”
আজ ঢাকাবাসির জন্য একটি বিশেষ দিন উল্লেখ করে প্রধান বন সংরক্ষক বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শহরের জীববৈচিত্র্য রক্ষা পাবে।
সমঝোতা স্মারকে নগর বনায়ন বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসি ও বন অধিদপ্তর সমন্বয়ের ভিত্তিতে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বলে জানান তারা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিএনসিসি ও বন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিআলো/সবুজ