নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩০ দিনের ছুটি, হল বন্ধ থাকবে ১২ দিন
মুতাসিম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৩০ দিনের ছুটিতে যাচ্ছে। বার্ষিক ক্যালেন্ডারে আগামী ০১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ছুটি থাকলেও ৩০ ও ৩১ মে এবং ২৭ ও ২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ দিনের ছুটি ৩০ দিনে গড়িয়েছে। সেই সাথে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ৩ জুন থেকে ১৫ জুন ১২ দিনের বন্ধ থাকবে।
২৬ মে (সোমবার) রেজিস্ট্রার দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন এই দীর্ঘ ছুটিতে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রক্টরিয়াল টিমের রোস্টারে থাকা প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ২৬ জুন পর্যন্ত বন্ধ থাকলেও অফিসসমূহ ১৯ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিআলো/তুরাগ