নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৬ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল সদর উপজেলার রূপগঞ্জ বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালান। এসময় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ শুক্রবার (২২ নভেম্বর) সকালে জানান, রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ পলিথিন জব্দ জরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিআলো/শিলি