নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর নাগিব পেলেন কলস প্রতীক
নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেকসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন কলস প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীক ও সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক পেয়েছেন।
এ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন বলেন, বিএনপি দলীয় নমিনেশন না পেয়ে তৃণমূল মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতোমধ্যে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। তিনি এমপি নির্বাচিত হয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, বরাইপাড়াঘাটের নির্মানাধীন সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন, মহাজন-বড়দিয়া ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতু নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, দুর্নীতি নির্মূল, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মুসলিম ও সনাতন ধর্মালম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহ অবস্থান, স্বনির্ভরতা এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।
এছাড়া নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীক, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ছড়ি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম কলস প্রতীক এবং অপর স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক পেয়েছেন।
বিআলো/আমিনা



