• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন আইফোনের ঘোষনা দিল অ্যাপল, দাম কত? 

     dailybangla 
    21st Feb 2025 1:26 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সাশ্রয়ী দামের নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল। ‘আইফোন সিক্সটিন ই (iPhone 16e)’ নামের এই মডেলে যুক্ত হলো নতুন চিপ এবং এআই সুবিধা। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার বাজেট ফোনের বাজারে আরও দাপুটে হচ্ছে টেক জায়ান্টটি।

    অ্যাপলের নতুন চমক ‘আইফোন ১৬ই’। আগের তুলনায় কম দামে ফ্ল্যাগশিপ ফোনের বেশকিছু সুবিধা এনে দিয়েছে প্রতিষ্ঠানটি। ৫৯৯ ডলারের মডেলটি (১২৮ জিবি ভ্যারিয়েন্ট) সরাসরি টেক্কা দিচ্ছে স্যামসাং ও গুগলের বাজেট স্মার্টফোনগুলোর সঙ্গে।

    নতুন মডেলের আইফোনে থাকছে অ্যাপলের তৈরি প্রথম ইন-হাউস সেলুলার মডেম সি-১ চিপ, যা সরাসরি কোয়ালকমের ওপর প্রতিষ্ঠানটির নির্ভরশীলতা কমাবে। এছাড়া ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এ-১৮ চিপ, যা আগের এ-১৩ বায়োনিক চিপের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী।

    সেই সঙ্গে থাকছে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা, যা আগে শুধু প্রিমিয়াম আইফোন মডেলেই দেখা যেত।

    আইফোনের নতুন এ সংস্করণের আরেক চমক ইন্টিগ্রেটেড চ্যাটজিপিটির সংযোজন। যার ফলে বারবার অ্যাপলিকেশন পরিবর্তন না করেও চ্যাটজিপিটির পূর্ণ সুবিধা নিতে পারবের ব্যবহারকারীরা। এছাড়া নতুন এই মডেলে থাকছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, অ্যাকশন বাটন, ফেস আইডি সুবিধা।

    ক্যামেরা সিস্টেমে আছে ৪৮ মেগাপিক্সেলের একটি সেন্সর এবং দুটি লেন্স। সেই সঙ্গে ১২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও পাবেন সেলফিপ্রিয় ব্যবহারকারীরা। তবে এতে নেই ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ক্যামেরা কন্ট্রোল বাটন, যা প্রিমিয়াম মডেলগুলোতে দেখা যায়।

    অ্যাপল জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে ৫৯টি দেশে প্রি-অর্ডার শুরু হবে, আর ২৮ ফেব্রুয়ারি বাজারে আসবে নতুন মডেলটি। ১২৮জিবি, ২৫৬জিবি ও ৫১২জিবি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ‘আইফোন ১৬ই’। তবে প্রাথমিকভাবে শুধু কালো এবং সাদা রঙের মডেল পাওয়া যাবে।

    বিশ্লেষকরা বলছেন, চীনের বাজারে অ্যাপলের অবস্থান মজবুত করতেই নতুন বাজেট মডেলটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031