• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন ইউএনও সালেহ আহমেদের দায়িত্ব গ্রহণ—বাউফলে উন্নয়ন প্রত্যাশায় প্রাণচাঞ্চল্য 

     dailybangla 
    04th Dec 2025 12:04 am  |  অনলাইন সংস্করণ

    মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সালেহ আহমেদ। বুধবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বিদায়ী ইউএনও আমিনুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

    দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিজের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন সালেহ আহমেদ।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লায় জন্মগ্রহণকারী সালেহ আহমেদ হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। পরবর্তীতে ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের বিভিন্ন জেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বাউফলে যোগদানের আগে তিনি শরিয়তপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    অন্যদিকে, বাউফলে প্রায় ১১ মাস দায়িত্ব পালন শেষে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম বদলি হয়েছেন। তিনি এখন কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

    নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, বাউফলের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক সেবায় দেখা দেবে নতুন গতি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031