নতুন নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, রিপাবলিকানদের ভাবাচ্ছে
আর্ন্তজাতিক ডেস্ক: গত মঙ্গলবার নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে স্পষ্টভাবে দেখা গেছে, ট্রাম্পবিরোধী জনমত আগের চেয়ে শক্তিশালী। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে নির্বাচনের ফল থেকে দূরে রাখার চেষ্টা করেছেন, ভোটের ফল তাদের বিপরীত প্রমাণ দিয়েছে।
তিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের কাছে রিপাবলিকানদের পরাজয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, তিনি এই নির্বাচনে তেমনভাবে যুক্ত ছিলেন না এবং প্রার্থীদের সমর্থনও করেননি। যদিও ট্রাম্প নিজের ভূমিকা ছোট দেখানোর চেষ্টা করছেন, বাস্তবে মঙ্গলবারের ভোটাররা তাদের ভোটের মাধ্যমে তার বিরোধিতা করেছেন।
সিএনএনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৪১ শতাংশ কংগ্রেস নির্বাচন হলে ট্রাম্পের বিরোধিতা জানাতে ভোট দেবেন, কিন্তু মাত্র ২১ শতাংশই ট্রাম্পকে সমর্থন করবেন। ২০ বছরের ইতিহাসে এত বড় ব্যবধান আগে দেখা যায়নি। ২০১৭ সালের তুলনায় এবার ভার্জিনিয়ায় ব্যবধান বেড়ে ২২ পয়েন্ট এবং নিউ জার্সিতে ২৮ পয়েন্টে পৌঁছেছে।
ট্রাম্পবিরোধী ভোট বৃদ্ধির দুটি মূল কারণ রয়েছে। প্রথমত, ‘নো কিংস’ আন্দোলন। যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে ছড়িয়ে পড়া এই আন্দোলন এখনো সক্রিয়।
দ্বিতীয়ত, ট্রাম্পের মূল ভোটারগোষ্ঠী এখন ততটা উৎসাহী নয়, যা তার রাজনৈতিক প্রভাবকে কমিয়ে দিচ্ছে। সূত্র: সিএনএন
বিআলো/শিলি



