নতুন বছরকে স্বাগত জানাল গুগল ডুডল
বিআলো ডেস্ক: করোনাভাইরাস মহামারীর আবহে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। নতুন বছরের প্রথম দিনে সার্চ ইঞ্জিনটির হোমপেজে দেখা যায় সৃজনশীল এক ডুডল, যেখানে পুরোনো ধাঁচের একটি বার্ড হাউসের সঙ্গে ঘড়ির চিত্রে ফুটে উঠেছে ২০২১ সাল।
ডুডলে ক্লিক করলেই খুলে যাচ্ছে ‘নিউ ইয়ার্স ইভ’ সংক্রান্ত একটি পেজ। একই সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের ওপর থেকে ঝরে পড়ছে রঙিন কাগজের কুঁচি, যা নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
গুগল তাদের বার্তায় বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছে, নতুন বছর নিয়ে আসবে নতুন শুরু। পাশাপাশি নতুন বছর সংক্রান্ত সার্চ রেজাল্টেও যোগ করা হয়েছে বাড়তি ভিজ্যুয়াল উপাদান।
বিশ্বজুড়ে বিভিন্ন দিবস, উৎসব ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণে নিয়মিত ডুডল প্রকাশ করে গুগল। প্রতিবারই নতুন ভাবনা ও সৃজনশীলতায় ডুডলগুলো নেটিজেনদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়।
বিআলো/শিলি



