নতুন বাংলাদেশে ‘মুক্তিযুদ্ধের ব্যবসা’ বন্ধের হুঁশিয়ারি ভিপি সাদিক কায়েমের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন- নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি বা ব্যবসা আর চলবে না। তিনি বলেন, অতীতে কিছু দল মুক্তিযুদ্ধের নামে ব্যবসা ও ক্ষমতার রাজনীতি করেছে; এবার সেই যুগের অবসান ঘটবে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত “কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫” অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ভিপি সাদিক কায়েম বলেন, “ফ্যাসিবাদের আমলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একটি গোষ্ঠী ব্যবসা করেছে, শাহবাগ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছে। নতুন বাংলাদেশে এমন ইন্ডাস্ট্রি চলবে না।”
তিনি আরও বলেন, জুলাই চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশ গড়া হবে। ইনসাফভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই এখন মূল দায়িত্ব।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে। শহীদের রক্তের ওপর বসে থাকা এই সরকার এখনও খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার করতে পারেনি।
ভিপি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তাদের পরিণতি অতীতের চেয়েও ভয়াবহ হবে।
বিআলো/শিলি



