নতুন মুখ নিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলে সবচেয়ে আলোচিত সংযোজন বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান, যিনি প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
অভিজ্ঞ প্যাট কামিন্স ও জশ হেইজেলউড প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন। ইনজুরি শঙ্কা থাকা সত্ত্বেও স্কোয়াডে রাখা হয়েছে টিম ডেভিডকেও, যা নির্বাচকদের আস্থার প্রতিফলন।
তবে দলে জায়গা হয়নি মিচ ওয়েন, শন অ্যাবট ও জশ ফিলিপের। ফিলিপ বাদ পড়ায় একমাত্র নিয়মিত উইকেটকিপার হিসেবে থাকছেন জশ ইংলিস।
এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেললেও কুনেমান কোনো উইকেট পাননি। তবু বাঁহাতি স্পিনার হওয়ায় উপমহাদেশের কন্ডিশনে তাকে কার্যকর মনে করছেন নির্বাচকরা। ২০২৫ সালে শ্রীলঙ্কায় টেস্ট সফরে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। দলের অন্য প্রধান স্পিনার অ্যাডাম জাম্পা।
নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই ভারতের ও শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখে দল সাজানো হয়েছে।
১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। আগের আসরে আফগানিস্তানের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
বিআলো/শিলি



