নতুন শিক্ষাবর্ষে ছুটি কমছে, রমজানেও ক্লাস চলবে
বিআলো ডেস্ক: ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় আগের বছরের তুলনায় মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। এতে ধর্মীয় ও জাতীয় কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসে ছুটি বাদ পড়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকে। সে ক্ষেত্রে প্রথম রোজা থেকে ২১ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে হবে।
২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৮ দিনের ছুটি ছিল। ২০২৬ সালে এসব উপলক্ষ মিলিয়ে ছুটি কমিয়ে ১৯ দিনে নামানো হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি কমিয়ে ১২ দিন করা হয়েছে।
যেসব দিনে ছুটি থাকছে না তার মধ্যে রয়েছে, পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া। অন্যদিকে নতুন সংযোজন হিসেবে পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ শিক্ষাদিবস বাড়ানোর পক্ষে মত প্রকাশ করছেন, কেউ আবার রমজান মাসে দীর্ঘ সময় স্কুল খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার দাবি তুলছেন।
বিআলো/শিলি



