• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি: মান্না 

     dailybangla 
    31st Jan 2025 6:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশকে ঠিক করতে হবে, তারপর দেশের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। দেশের সব জেলা ও থানায় ভালো অফিসার দিতে হবে। থানাগুলোতে এখনও বাণিজ্য হয়। নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি। এখন থানায় অভিযোগ দিলে তা তদন্ত করতে অফিসাররা যেতে চায় না। হামলার ভয় করে। আসলে তাদের বাণিজ্য না হলে তারা কিছু করবে না। দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের থানায় বসাতে হবে। কারণ এরা রাতের ভোটের সাক্ষী। শেখ হাসিনার রাতের ভোট এভাবেই করা হয়েছে।

    তাই যেনতেনভাবে ভোট হলে এদেশের জনগণ আবার তাকে নামিয়ে দেবে। কারণ দেশে এখন দখল চলছে, ‘এ’ চলে গেছে, ‘বি’ সেখানে বসছে। মানুষ আন্দোলন করেছে, আর সেখানে এখন সারা দেশে দখল চলছে। ‘এ’ এর জায়গায় ‘বি’ বসেছে, আবার ‘বি’ এর জায়গায় ‘সি’ বসেছে।

    দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য। দেশে ছয় কিলোমিটার পদ্মা সেতু হয়েছে ৪০ হাজার কোটি টাকায়। অথচ ভারতে নয় কিলোমিটার সেতু হয়েছে ১১ হাজার কোটির কিছু বেশি রুপিতে। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশে ব্যয় ধরা হয়েছিল এক লাখ ৮৩ হাজার কোটি টাকা। ভারতের মাদ্রাজে একই আয়তনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যয় হয়েছে ৮৩ হাজার কোটি রুপি। তাহলে বোঝা যায়, দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন বাণিজ্য হয়েছে। এদেশের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, তাই তারা যুদ্ধে নেমেছিল। আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়ে ছিল। দেড় হাজারের মতো মানুষ এ আন্দোলনে মারা গেছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কাউয়া কাদের আর কাকা করেন না।

    দেশের মানুষ এখন তাদের বিচার দেখতে চায়। বিচার হবে, প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে। আর তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে। যারা জনগণের উন্নয়ন চায়। যারা নির্বাচন মার্কা নয়, ব্যক্তি হিসেবে জয়লাভ করবে।

    দেশ সংস্কার নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস খুব ভালো মানুষ। তিনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। নোবেল জয়ী। তাকে ছাত্র-জনতা বসিয়েছে, তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে। সব ক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে আবার দেখা যাবে, শক্তিশালী দল ভোটকেন্দ্র দখল করে বসে আছে।

    তাই যে দল যাই বলুক নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

    নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার। এছাড়া সভায় নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930