• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নবনিযুক্ত কর্মকর্তাদের সততা ও দক্ষতায় দেশ গড়ার আহ্বান 

     dailybangla 
    06th Sep 2025 5:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পিডিবিএফ-এর নিয়োগে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ তার কাছে পৌঁছায়নি। তিনি বলেন, স্বচ্ছ, পক্ষপাতমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবেন।

    শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি নব যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “উৎকোচ বা ঘুষ ছাড়াই নিয়োগ পেয়েছেন, তাই কর্মক্ষেত্রে সততার প্রতিফলন ঘটাতে হবে এবং জনগণ ও সেবাপ্রার্থীদের সুন্দর অভিজ্ঞতা দিতে হবে।” তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ পিডিবিএফ-এর এই নিয়োগ। দীর্ঘদিন পর পিডিবিএফে নতুন নিয়োগ হয়েছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের বেকারত্ব দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রায় সকল মন্ত্রণালয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

    বিগত মার্চ ২০২৫-এ পিডিবিএফ ৩টি পদে ১,৬৬৫ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে ১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন এবং মাঠ কর্মকর্তা পদে ১,১৭৫ জন নিয়োগ করা হবে।

    ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, এবং স্বাগত বক্তব্য রাখেন পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাহমুদ হাসান।

    পরবর্তীতে উপদেষ্টা পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনিতে অবস্থিত মডেল একাডেমি, মিরপুরে “বীর শহীদ আহনাফ গ্রন্থাগার” উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শহীদ আহনাফ আপনার বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আপনাদের উচিত নিজেদের যোগ্য করে গড়ে তোলা। নতুন বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে যাবে না—এই হোক আমাদের অঙ্গীকার।”

    উল্লেখ্য, বীর শহীদ আহনাফ আহমেদ বিএএফ শাহীন কলেজ, ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় শহীদ হন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930