নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের শুভেচ্ছা
dailybangla
13th Jul 2025 6:01 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ জহিরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ।
৮ জুলাই (মঙ্গলবার) তারিখে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম-সচিব আব্দুল লতিফ, প্রচার সম্পাদক কুতুব উদ্দিন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বকাল সফল ও কর্মজীবন আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন। তারা ঢাকাবাসীর উন্নয়ন ও সেবা কার্যক্রমে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
বিআলো/তুরাগ