নববর্ষে বাবার পাশে কিম জু আয়ে, বাড়ছে জল্পনা
আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষমতার রাজনীতিতে নতুন ইঙ্গিত দিল কুমসুসান সমাধিসৌধে কিম জং-উনের মেয়ের উপস্থিতি। প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সেখানে দেখা গেল কিম জু আয়েকে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের কন্যা কিম জু আয়ে প্রথমবার প্রকাশ্যে দেশটির রাষ্ট্রীয় সমাধিসৌধ কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শন করেছেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে বাবা-মায়ের সঙ্গে সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়।
ছবিতে দেখা যায়, নববর্ষের দিনে অনুষ্ঠিত ওই সফরে কিম জং–উনের পাশে ছিলেন তার স্ত্রী রি সোল জু। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন জু আয়ে। সঙ্গে ছিলেন দলের শীর্ষ কর্মকর্তারাও।
গত তিন বছর ধরে কিম জু আয়েকে নিয়মিতভাবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, তাকে ধীরে ধীরে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও ধারণা করছে, ভবিষ্যতে তিনিই হতে পারেন উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নববর্ষ উদযাপন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন জু আয়ে। গত সেপ্টেম্বর তিনি বাবার সঙ্গে প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়ে বেইজিংয়ে উপস্থিত হন।
উত্তর কোরিয়ায় বংশানুক্রমিক শাসনের প্রতীক হিসেবে কুমসুসান সমাধিসৌধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ দিনগুলোতে সেখানে গিয়ে কিম জং-উন তার দাদা কিম ইল সুং এবং বাবা কিম জং ইলের প্রতি শ্রদ্ধা জানান।
বিআলো/শিলি



