নবম পে স্কেল: ৩০ নভেম্বর সুপারিশ, ১৫ ডিসেম্বর প্রকাশের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন কমিশন চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে নবম জাতীয় বেতন স্কেলের সুপারিশ জমা দিতে পারে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বুধবার কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠকে এ সূচি চূড়ান্ত করেছেন।
বৈঠকে বেতন গ্রেড কমানো, সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়গুলো আলোচনার মধ্যে এসেছে। বাদিউল কবির জানিয়েছেন, কমিশন দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে।
জাতীয় বেতন কমিশন ২৭ জুলাই গঠিত হয়। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে মতামত জমা দিয়েছে। ২৪ নভেম্বর সচিবদের সঙ্গে বৈঠকেও বিষয়টি আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন পর নতুন সরকার নবম বেতন কাঠামো বাস্তবায়ন করবেন। তবে গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে সরকারি কর্মচারীরা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
২৩ সদস্যের কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দায়িত্বে রয়েছেন। দীর্ঘ বিরতির পর কমিশন নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে।
বিআলো/শিলি



