নবাবগঞ্জে সেনাবাহিনীর টহলে তিন মাদক কারবারি আটক, ইয়াবা–গাঁজা ও নগদ অর্থ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল দলের তৎপরতায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টায় নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রিকালীন টহল দল পুরাতন বান্দুরা এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে।
সেনা টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
এদিকে উক্ত এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী নাজমুল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে পালিয়ে গিয়ে গেট বন্ধ করে দেন। পরে সেনা টহল দল নবাবগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বাড়িটি তল্লাশি করে নাজমুলকে তার বাসা থেকে আটক করে।
তল্লাশিকালে নাজমুলের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। তিনি নিজেই স্বীকার করেন, উদ্ধারকৃত অর্থের একটি অংশ তিনি গতদিন আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে আয় করেছিলেন।
পরবর্তীতে আটককৃত তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিআলো/এফএইচএস



