• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর, পথে বসলো চার সন্তান 

     অনলাইন ডেক্স 
    15th Dec 2025 7:21 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫) চার সন্তানসহ সর্বস্ব হারিয়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

    তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই রাশিদা বেগমের বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে নগদ অর্থ, আসবাবপত্র, কাপড়চোপড়সহ ঘরের সব প্রয়োজনীয় সামগ্রী ধ্বংস হয়ে গেছে।

    স্থানীয়রা জানান, কয়েক বছর আগে রাশিদা বেগমের স্বামী বাদল মিয়া মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্থানীয়দের সহযোগিতায় চার সন্তান নিয়ে ওই বসতঘরেই বসবাস করে আসছিলেন। অগ্নিকাণ্ডে একমাত্র আশ্রয়স্থলটি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে পড়েছে।

    ভুক্তভোগী রাশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
    “কিভাবে আগুন লেগেছে তা আমি জানি না। ঘরের সবকিছু পুড়ে গেছে। বসতঘরের সঙ্গে সঙ্গে আমার কপালও পুড়ে গেছে।”

    নবীনগর ফায়ার সার্ভিসের লিডার মো. মোতালিব বলেন,
    “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘরের মালিকই সঠিকভাবে বলতে পারবেন।”

    এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,
    “ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এদিকে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031