নবীনগরে ডোবায় ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
dailybangla
26th Sep 2025 6:49 pm | অনলাইন সংস্করণ
এস এম অলিউল্লাহ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে দুই শিশু ভাই-বোন ডোবায় ডুবে মারা গেছেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)। তারা উভয়ই বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে খেলতে গিয়ে শিশুরা ডোবায় পড়ে যায়। ঘটনাটি প্রথমে কারও নজরেই আসেনি। পরে পাশের বাড়ির এক ব্যক্তি গোসল করতে গিয়ে পানিতে ভেসে ওঠা একটি শিশুর দেহ দেখতে পেয়ে সন্দেহ করেন। এতে স্থানীয়রা খোঁজা-খুঁজি শুরু করে আরেক শিশুর দেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশু দুটিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “বাড়ির পাশের ডোবায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।” নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, বিষয়টি এখনও থানায় রিপোর্ট করা হয়নি।
বিআলো/ইমরান