নবীনগরে নেতা-কর্মীদের উৎসবমুখর মিছিল, মান্নানের পক্ষে
জ. ই. বুলবুল: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এম. এ. মান্নানের বিজয় নিশ্চিত করতে সোমবার বিকেলে নবীনগরে বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে পৌঁছে পথসভায় মিলিত হয়।
মিছিলে হাজারো নেতা-কর্মী “মান্নান ভাই, মান্নান ভাই” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে। পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীসহ যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নবীনগর প্রস্তুত। ধানের শীষের বিজয় মানেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। জনগণ এখন পরিবর্তন চায়।” তারা আরও বলেন, “এ্যাডভোকেট এম. এ. মান্নান নবীনগরের গর্ব; সৎ ও সাহসী নেতৃত্বের প্রতীক। তিনি এমপি নির্বাচিত হলে নবীনগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ।
বিআলো/ইমরান



