নবীনগরে মাদক ব্যবসায়ী আটক
dailybangla
23rd Oct 2024 10:12 pm | অনলাইন সংস্করণ
এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা সরকপারে বিটঘর টু সাহারপাড় রাস্তায় ইলিয়াছ হুজুরের বাড়ির সামনে সিএনজি থামিয়ে তল্লাশি করে চার কেজি গাঁজা সহ আসামিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার দুরুইল গ্রামের মৃত সামসুল হক মিয়ার ছেলে আনোয়ার (৩৮)।
শিবপুর পুলিশ ফাঁড়ির এসআই নিরস্ত্র মো. শাহ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আমার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। আসামিকে হাতেনাতে আটক করে নবীনগর থানায় প্রেরণ করি। মাদকের বিরুদ্ধে এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ