নবীনগরে শহীদ জিয়ার আদর্শে কৃষকদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
dailybangla
22nd Aug 2025 8:12 pm | অনলাইন সংস্করণ
এস এম অলিউল্লাহ,নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শিবপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরপুর বাজারে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. সাইফুল হক।
শিবপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদিকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার রোকনউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে কৃষকদের অধিকার রক্ষায় কৃষকদলের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় রাজনীতিতে কৃষকদলকে সক্রিয় ভূমিকা পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় মিরপুর বাজার এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বিআলো/ইমরান