নবীনগরে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অজ্ঞাত অভিযোগ
এস এম অলিউল্লাহ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফারুক আহমেদের বিরুদ্ধে একটি অজ্ঞাত উৎস থেকে সম্প্রতি বিস্ফোরক অভিযোগপত্র ছড়ানো হয়েছে।
এসব অভিযোগে তাকে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলা হলেও, অভিযোগকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা গেছে, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিএনপির মহাসচিবসহ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তরে প্রেরিত অভিযোগপত্রগুলোর কোনোটিতে ভুয়া প্রেরকের নাম, আবার কোনোটিতে নাম বা স্বাক্ষরই নেই।
অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জে নিহত রফিকুল ইসলামের একটি মামলায় নিহতের পরিবারের সহায়তায় নবীনগরের কয়েকজন ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে আসামি করে মামলা করান ফারুক আহমেদ। এরপর মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং পরে এফিডেভিট করিয়ে বাদ দেওয়া হয়।
তবে অভিযোগে যেসব ব্যক্তির নাম রয়েছে, তারা সবাই এসব তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী রতন দাস বলেন, “এই অভিযোগে আমার নাম থাকলেও বাস্তবে এমন কিছু ঘটেনি। আমাকে কেউ মামলা বা টাকার ব্যাপারে ভয় দেখায়নি।”
প্রবাসী মালু মিয়া জানান, “আমার নামে কেউ অভিযোগ করলে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ও সম্মানহানিকর। আমি এমন কিছু জানিও না।”
আবুল কালাম আজাদ, ফজর আলী সামাদ এবং স্পাইডার গ্রুপের এমডি রিপন মুন্সী একযোগে বলেছেন, “এটি সাজানো অভিযোগ। কেউ আমাদের ভয় দেখায়নি, টাকাও চায়নি।”
বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, “এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচয়বিহীন ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি এসব ষড়যন্ত্রে বিচলিত হবো না।”
তিনি আরও জানান, বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবেন এবং দলের হাইকমান্ডকেও অবহিত করেছেন
বিআলো/তুরাগ