নব্বইয়ের জনপ্রিয় ‘ম্যাকগাইভার’ ফিরেছে আইস্ক্রিনে
বিনোদন ডেস্ক: ম্যাকগাইভার—এক পেশাদার গুপ্তচর, তবে তার বিশেষত্ব হলো আগ্নেয়াস্ত্র ব্যবহারে অনীহা। বিপদে পড়লে যিনি হাতের কাছে পাওয়া যেকোনো উপাদান দিয়ে জটিল যন্ত্র তৈরি করতে পারেন। সহিংসতার পরিবর্তে তিনি বিজ্ঞানের সাহায্যে সব সমস্যার সমাধান করে ফেলেন। তিনি হলেন ম্যাকগাইভার, যুক্তরাষ্ট্রের আশির দশকের একটি জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের চরিত্র।
বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে ১৯৯০ এর দশকে বিটিভিতে প্রচারের পর সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। রিচার্ড ডিন অ্যান্ডারসনের অভিনীত সেই ম্যাকগাইভার এখন আবার ফিরেছে, তবে এবার বিটিভির পরিবর্তে এসআরকে স্টুডিওর বাংলা ডাবিং নিয়ে। সিরিজটি বর্তমানে আইস্ক্রিনে প্রচারিত হচ্ছে এবং চলতি সপ্তাহ থেকে এটি দেখা যাচ্ছে।
আইস্ক্রিনের লাইভ টিভি চ্যানেল, এসআরকে টিভিতে প্রতিদিন দুপুর ১টা ও রাত ৯টায় ম্যাকগাইভার সম্প্রচারিত হচ্ছে।
ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল। সজল ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া, আইশা খান, সৌম্য জ্যোতি, সামিউল আলম জীবন, কামরুল হাসান, রোজী সিদ্দিকি, শানারেই দেবী শানু, মেহজাবীন রিনথীসহ আরও অনেকে।
ম্যাকগাইভার প্রথম প্রচারিত হয় যুক্তরাষ্ট্রে ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১৯৯২ সালের ২১ মে পর্যন্ত এবিসি নেটওয়ার্কে। এরপর নব্বইয়ের দশকে বিটিভিতে আসার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিটিভি ২০১০ সালে ম্যাকগাইভার ফের প্রচার করেছিল, যা পুনরায় দর্শকদের মন জয় করে।
ম্যাকগাইভারের প্রতিটি পর্বের আলাদা গল্প ও নাম থাকত, এবং প্রতিটি পর্বে তার নতুন বান্ধবীও থাকতেন। তার কৌশলগুলি মূলত বিজ্ঞানের বিভিন্ন ধারণা ও সূত্রের ওপর ভিত্তি করে নির্মিত, যেমন রসায়ন ও পদার্থবিদ্যা।
বিআলো/শিলি