নরসিংদীতে দুর্গাপূজায় সর্বোচ্চ পুলিশি সতর্কতা : পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে নিরাপত্তা প্রস্তুতি এবং পুলিশ মোতায়েন সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জ এবং ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নরসিংদীবাসী যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সে দায়িত্বে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা চলাকালীন পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে। পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
বিআলো/এফএইচএস