নর্থ বাংলা প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা: কমিউনিটিতে পেশাদারিত্বের বার্তা
সাংবাদিকতায় ব্যাসিক প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ
কাওসার আহম্মেদ, (লন্ডন) ইংল্যান্ড: কমিউনিটি ভিত্তিক সাংবাদিকতার মান বৃদ্ধির লক্ষ্যে নর্থ বাংলা প্রেসক্লাবের উদ্যোগে একটি তথ্যবহুল ও প্রেরণাদায়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর, রবিবার স্কানথর্প ক্রসবি ওয়ান সেন্টারে আয়োজিত এই কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য সমৃদ্ধ কন্টেন্ট তৈরি এবং কমিউনিটিতে পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রেসক্লাবের সভাপতি ফখরুল হুসাইনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেকের পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী সেক্রেটারি ক্বারী সাবের আহমেদ। প্রশিক্ষণ প্রদান করেন রানার টিভির ফাউন্ডার আবু সালেহ মোহাম্মদ মাসুম, লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি আকরামুল হুসেন এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মিডিয়া ও এংগেজমেন্ট অফিসার ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর নাদিম আজিজ, ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ আল মাহফুজ, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম জি কিবরিয়া, নিও ট্রেইনিং এর সিইও লতিফ মিয়া কামালি এবং লিংকন ইউনিভার্সিটির প্রফেসর ডঃ মিজান। কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রেসক্লাবের লাইফ মেম্বারদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সাংবাদিক কাওসার আহম্মেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ভাইরাল নামক ভাইরাসের পেছনে না ছুটে নিজেকে মানসম্পন্ন সাংবাদিক হিসেবে গড়ে তুলতে হবে। একজন আদর্শবান সাংবাদিক কখনোই কোন ব্যাক্তি বা গোষ্ঠীর পন্য হতে পারেন না। তিনি স্বাধীন সার্বভৌমত্ব ও গুনগত মান বজায় রেখে সাংবাদিকতা কারার জন্য অনুষ্ঠানে আগত সকল সাংবাদিকদের আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন, শেফিল্ডের বিশিষ্ট সমাজসেবক ও social media activist শেখ কাইয়ুম। তিনি বলেন, বিগত ১৫ বছর প্রথম আলো ও ডেইলি স্টারের পত্রিকা বিক্রির চাইতে তার তেল বিক্রি করেছেন বেশি। তিনি সকলের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জোড়ালো আহ্বান জানান।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকতা সহজ হলেও সঠিক মান ও নৈতিকতা বজায় রাখার জন্য প্রশিক্ষণ ও অনলাইন কর্মশালার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা অপরিহার্য।
কর্মশালার সমাপনীতে প্রেসক্লাবের সভাপতি ফখরুল হুসেন অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ জনকে সাংবাদিকতায় ব্যাসিক সার্টিফিকেট প্রদান করেন। এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করেন ইলিয়াস আকরাম। অনুষ্ঠান নর্থ বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আকবর হুসেন ও কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মিলনের তত্ত্বাবধানে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সমাপ্ত হয়।
বক্তারা মনে করিয়ে দেন, বিলেতের বাংলা কমিউনিটিতে সাংবাদিকতার মান উন্নয়নে সৎ, বস্তুনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিক গড়ে তোলার জন্য নর্থ বাংলা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করছে।
বিআলো/তুরাগ



