নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের মিটিং
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বোর্ডরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত দায়িত্বভার গ্রহন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পূর্বের ন্যায় ফিরিয়ে আনা হবে বলে জানান বোর্ড সদস্যরা। বর্তমান ভিসি আতিকুল ইসলাম ৭ তারিখে দেশের বাইরে পালিয়ে গেছে। নতুন ভিসি পর্যায়ক্রমে নেয়া হবে। বর্তমান ভিসি দেশের বাইরে থাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ভিসি শিক্ষার্থীদের বিপক্ষে প্রকাশ্যে লড়াই চালিয়ে গেছেন। গত ১৮ জুলাই ও ৫ আগস্ট সরাসরি ভিসির সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় পুলিশ, ছাত্রলীগ ও সরকারপন্থীরা শিক্ষার্থীদের মারধর করছিল। এই দু’দিন অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। যাদের অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন।
২০২২ সালে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠনকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইমাম হোসেন সিডনী।
এর আগে ২০২২ সালে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেয় সরকার। পুরোনো ট্রাস্টি বোর্ডের সাতজনকে নতুন বোর্ডে রাখা হয়নি। দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগে ১৬ সদস্যের ট্রাস্টি বোর্ড ভেঙে দেয় সরকার। শিক্ষা মন্ত্রণালয় ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বিষয়ে আদেশ জারি করে। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে বাদ পড়েন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এম এ কাশেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও নুরুল এইচ খান।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন অবস্থায় একটা সংকটে পড়ে ছিল দীর্ঘদিন। যারা প্রতিষ্ঠাতা তারা হাইকোর্টের অর্ডারের বলে তারা আজকে প্রতিষ্ঠানে এসেছেন। এবং বোর্ড মিটিং করেন। বিগত আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়েছে। অনেরকে কি সাপোর্ট দেয়া যায় তা নিয়ে মিটিং এ আলোচনা হয়।