• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ১৭তম স্থাপত্য প্রদর্শনী 

     dailybangla 
    26th Aug 2025 11:58 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে আজ শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ১৭তম স্থাপত্য প্রদর্শনী ২০২৫। স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৪ থেকে ২৭ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী হলে।

    প্রদর্শনীর উদ্বোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ এবং উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদের স্ত্রী হেলেন নাসরিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল খালেক এবং ওআইএসসিএ-ইন্টারন্যাশনালের নির্বাহী সহ-সভাপতি নাগাইশি ইয়াসুয়াকি। স্থাপত্য বিভাগের শিক্ষকবৃন্দ এবং সভাপতি স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

    এই বছরের প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে ARC ১১১ কোর্সের শিক্ষার্থীদের প্রাথমিক একাডেমিক অন্বেষণ, ধারণার বিকাশ এবং সৃজনশীলতার সমন্বয়ে গঠিত নির্বাচিত কাজ। প্রদর্শিত নকশাগুলো শিক্ষার্থীদের জ্ঞানতৃষ্ণা, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে।

    প্রদর্শনীর কাজ পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, এই শিক্ষার্থীরা সত্যিই সৃজনশীল ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছে। তারা নতুনভাবে ভাবতে জানে, তাদের মস্তিষ্ক যেন একেকটি ধাঁধার মতো কাজ করে। এটি বিভাগের দূরদর্শী কাজের উৎকৃষ্ট উদাহরণ।

    সাবেক সভাপতি বেনজির আহমেদ শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে বলেন, নতুন সৃজনশীল ধারণাগুলো বাস্তবে পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। প্রদর্শনী আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

    ওআইএসসিএ-ইন্টারন্যাশনালের নির্বাহী সহ-সভাপতি নাগাইশি ইয়াসুয়াকি বলেন, এটি আমার প্রথম স্থাপত্য প্রদর্শনীতে আগমন, এবং আমি তরুণ শিক্ষার্থীদের অসাধারণ উন্নতি দেখে সত্যিই অভিভূত।

    অনুষদের পক্ষ থেকে বিভাগীয় প্রধান শাহরিয়ার ইকবাল রাজ বলেন, এই প্রদর্শনী আমাদের শিক্ষার্থীদের মৌলিক নকশা দক্ষতা এবং সৃজনশীল সম্ভাবনার প্রমাণ। এটি কেবল তাদের কৃতিত্ব উদযাপনই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য উৎকর্ষতা বিকাশের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

    শিক্ষার্থীদের পাশে ছিলেন তাঁদের শিক্ষকবৃন্দ-সহযোগী অধ্যাপক স্থপতি মুজতবা আহসান, প্রভাষক স্থপতি আইদা হাসান, প্রভাষক স্থপতি একেএম সালেহ আহমেদ অনিক, নাবিল শহীদী (সিনিয়র লেকচারার, পার্ট টাইম), রেদোয়ান শহীদুল্লাহ বাশার (সিনিয়র লেকচারার, পার্ট টাইম), এশানা নূর মাসুদ (লেকচারার, পার্ট টাইম) এবং আনুশা আলমগীর (লেকচারার, পার্ট টাইম)।

    প্রদর্শনীটি স্থপতি, শিক্ষাবিদ, শিক্ষার্থী, পেশাজীবী ও শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণ ডিজাইনারদের সৃজনশীল কাজগুলো উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031