নলকূপের গর্তে ২ বছরের শিশু, ১৭ ঘণ্টা ধরে চলছে উদ্ধার অভিযান
বিআলো ডেস্ক: রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের সাজিদকে ১৭ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি; টানা খনন ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্তও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন শেষ হলেও শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।
বুধবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট অভিযান চালায়। একাধিক স্কেভেটর দিয়ে রাতভর মাটি অপসারণ শেষে ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে।
অভিযানস্থলে সকাল থেকেই ব্যাপক ভিড় জমায় জনসাধারণ, যাদের সরাতে পুলিশকে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। নলকূপের ভেতরে ক্যামেরা নামিয়েও ওপর থেকে পড়ে যাওয়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৩৫ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধানে শিশুটিকে না পেলে বিকল্প পদ্ধতি নেওয়া হবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/শিলি



