নলছিটিতে ইঞ্জি. সাইফুল ইসলাম ইমামের আয়োজনে ইফতার মাহফিল
মো. রাশেদ খান মিঠু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমামের মা-বাবার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮শে মার্চ) বিকাল ৪ টায় উপজেলার দপদপিয়া তিমিরকাঠি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমামের নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুল মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তহিদুল আলম মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খন্দকার অহিদুল ইসলাম বাদল, দপদপিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রিমন আকন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা ধর্মপ্রাণ মুসুল্লিগণ।
এ সময় ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমাম ইফতার ও দোয়া অনুষ্ঠানে আসা সকল মুসুল্লিগণের কাছে তার মা-বাবার জন্য দোয়া চান এবং একই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।
বিআলো/তুরাগ