ওসমান হাদির বাড়ির জানালা ভেঙে চুরি
মো. রাশেদ খান মিঠু, নলছিটি (ঝালকাঠি): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে দুজন ব্যক্তিকে দেখতে পান। সন্দেহ হলে তাদের দাঁড়াতে বললে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শরীফ ওসমান হাদির বড় বোন বাড়িতে এসে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান, একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/ইমরান



