নলছিটিতে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের শিরাবরণ ও প্রতীক ধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মো. রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিরাবরণ, মাথায় ক্যাপ পরানো, প্রতীক ধারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ কমলা রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা বেগম, সেবা তত্ত্বাবধায়ক, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মল্লিক এবং পায়রা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান শামসুন্নাহার পারভিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিআলো/ইমরান



