নলছিটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী
dailybangla
29th Dec 2025 11:57 pm | অনলাইন সংস্করণ
মোঃ রাশেদ খান মিঠু: ঝালকাঠি ২ (সদর-নলছিটি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব এর কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থী নিজেই উপস্থিত ছিলেন।
এ সময় তার প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশনার মোঃ নাজমুল হোসেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানাসহ বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।
বিআলো/তুরাগ



