নলছিটিতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা
মোঃ রাশেদ খান মিঠু, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় দেশের সকল নদ-নদীতে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা নুজাত, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান হেলাল খানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত জেলে ও মৎস্যজীবীরা।
বিআলো/শিলি