নলছিটিতে সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
মো.রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার দপদপিয়া এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ও কেয়ারগিভিং কোর্সসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রায় ১২০ জন নবাগত শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কোর্সের উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেইনার বিজলী বাড়ৈ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ কমলা রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মল্লিক।
এ ছাড়া অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা দক্ষ কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিআলো/ইমরান



