নলছিটিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো.রাশেদ খান মিঠু,নলছিটি(ঝালকাঠি): ঝালকাঠি নলছিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে মার্চ) নলছিটি মার্সেন্ট স্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।