নাইজেরিয়ার নাইজার রাজ্যে ডাকাতদের হামলায় ৩০ জনের বেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
রোববার পুলিশ জানায়, শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, “শনিবারের হামলায় ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া কয়েকজনকে অপহরণও করা হয়েছে।”
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি জোরদার করেছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। তবে এখনো হামলাকারীদের পরিচয় বা অপহৃতদের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, নাইজেরিয়ার মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র ডাকাত ও অপরাধী চক্রের হামলা বেড়েছে। এসব হামলায় হত্যা, অপহরণ ও লুটপাটের ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
বিআলো/তুরাগ



