নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ৭৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণে জমকালো আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নবজাতক শিশু, কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. মামুন সরকার, ফতেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন।
উপস্থিত ছিলেন নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, বিভিন্ন স্কুলের শিক্ষকসহ নাউরী গ্রামের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষাথীরা।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, আজকে নাউরী স্কুলের শিক্ষা অনেক ভালো পারফরমেন্স দেখলাম। এই পারমেন্স ভবিষ্যতে বজায় রাখতে হবে।
তিনি আরো বলেন, শুধু খেলাধুলাই নয় লেখাপড়া ও ফলাফলের দিক দিয়েও যাতে ভাল পারফরমেন্স হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা যদি মানবিক মানুষ হয়ে উঠতে পারে তাহলে তারাই আগামী দিনে দেশের হাল ধরতে পারবে। তাই সকল শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার বিষয়ে সচেতন থাকবেন।
বিআলো/আমিনা



