নাগরিক সমতা প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ জরুরি: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করাই জুলাই জাতীয় সনদের মূল লক্ষ্য এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার জাতীয় জাদুঘরের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদের মাধ্যমে বাংলাদেশকে বহু ধর্ম, বহু ভাষা ও বহু জাতিগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয় নয়, বরং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার।
তিনি আরও বলেন, গণভোটে ভোটাররা দুটি ব্যালট পাবেন, একটি রাজনৈতিক প্রার্থীর জন্য, অন্যটি গণভোটের জন্য। গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ভোট মানেই জাতীয় সনদের পক্ষে সমর্থন।
সভায় ধর্ম মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
বিআলো/শিলি



