নাগরিক সুযোগ-সুবিধাবঞ্চিত ঢাকা-৪: মাদক, জলাবদ্ধতা, গ্যাস ও চিকিৎসা সংকটে দৈনন্দিন জীবন বিপর্যস্ত
অগ্রাধিকারভিত্তিক উদ্যোগের প্রতিশ্রুতি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর।
সুমন চৌধুরী ও এফ এইচ সবুজ: রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-৪ হলেও এলাকাটির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে চরম নাগরিক সংকটের মধ্যে রয়েছে। জলাবদ্ধতা, তীব্র গ্যাস সংকট, মাদক বিস্তার, সড়কে চাঁদাবাজি এবং সরকারি চিকিৎসা সেবার অভাব মিলিয়ে এখানকার জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। এসব অভিযোগ তুলে ধরে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নুল আবেদীন।
ঢাকা-৪ এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত এবং দীর্ঘদিন ধরে খাল খনন না হওয়ায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ময়লা-আবর্জনায় খাল ও নালা ভরাট হয়ে থাকায় জলাবদ্ধতা এখন এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।
এলাকাবাসীর আরেকটি বড় সমস্যা গ্যাস সংকট। বহু এলাকায় বছরের পর বছর গ্যাস সরবরাহ না থাকায় মানুষ বাধ্য হয়ে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করছে। এতে বাড়ছে ব্যয়, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চিকিৎসা সেবার ক্ষেত্রেও ঢাকা-৪ রয়েছে চরম বঞ্চনার মধ্যে। পুরো এলাকায় সরকারি কোনো হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে যেতে হচ্ছে। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে এলাকাবাসীর মধ্যে। সন্ধ্যার পর অনেক এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যায়। অভিযোগ রয়েছে, সড়কে চাঁদাবাজি ও মাদক কারবার এলাকাকে আরও অনিরাপদ করে তুলছে। বিশেষ করে খেলাধুলার মাঠ ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় কিশোর ও যুবকদের একটি অংশ মাদক ও অপরাধে জড়িয়ে পড়ছে।
এসব বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন বলেন, ঢাকা-৪ এলাকার মানুষ বছরের পর বছর অবহেলার শিকার। জলাবদ্ধতা, গ্যাস ও চিকিৎসা সংকট এখানকার স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষণ, শিক্ষা ও চিকিৎসা সহায়তার পাশাপাশি করোনা মহামারির সময় ঘরে ঘরে গিয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলেও তিনি স্বীকার করেন।
জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় ছাত্র আন্দোলনের পাশে থেকে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের সহায়তায় কাজ করার কথাও জানান তিনি।
নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, মাদক ও চাঁদাবাজি দমন, সরকারি হাসপাতাল স্থাপন এবং যুবকদের জন্য খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন জামায়াত প্রার্থী।
তার মতে, সৎ ও মানবিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় উদ্যোগ থাকলে ঢাকা-৪ এলাকার দীর্ঘদিনের নাগরিক সংকট দূর করা সম্ভব।
বিআলো/এফএইচএস



