নাগরিক স্বার্থেই বিএনপি আন্দোলন করছে: আফাজ উদ্দিন
জনগণের আস্থা ফেরাতে বিএনপির প্রাতিষ্ঠানিক উদ্যোগ: উত্তরার খাল পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির ৭ম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কারে অংশগ্রহণ করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে বিএনপি আন্দোলন করছে এবং জনগণের অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি জনগণের দল।
অফাজ উদ্দিন আরও বলেন, জলাশয়ের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশবান্ধব বনায়ন, পানি বিশুদ্ধকরণ ও আধুনিক স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়ন করলে নগরবাসীর জীবনমান উন্নত হবে এবং শহরের পরিবেশ নিরাপদ থাকবে।
কর্মসূচিটি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়। বিএনপি নেতা-কর্মীরা মনে করেন, আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্ব তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, সিনিয়র সদস্য বাদল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ কামাল পাশা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, থানা বিএনপি নেতা নুর আলম সোহাগ, আব্দুর রশিদ, ফায়সাল আহমেদ জুমেল, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাইতুল আহমেদ বাশার, বিএনপি নেতা মতিন, সোহান হোসেন, সিদ্দিক, আব্দুল করিম সুজন, পুর্ব থানা ছাত্রদলের নেতা ইমরান, বিএনপি নেতা ইউসুফ আলী, ইকবাল হোসেন, সোহাগ, মৃদুল, সোহেল মাহমুদ, ফারুক, রাহুল, আবু সুফিয়ান, জিয়া, মেঃ মতিন, মোঃ আব্দুর রফিক, মোঃ আলাউদ্দিন, ডাঃ শাহআলম, মীর সাহেব, সাইফুল ইসলাম, আজমীর আরিফিন প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া উত্তরা পশ্চিম থানার যুগ্ম আহ্বায়ক সোলেমান হাসান, ৫১ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মাসুদ সরকার, বিমানবন্দর থানার রাকিবুল ইসলাম, পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াদ সরকার হীরা, বিএনপি নেতা সুজন, শাহরিয়ার, তানজিল হাসান, ৫১ নং ওয়ার্ড মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, পশ্চিম থানা বিএনপির নেত্রী আখি, বিএনপি নেতা পারভেজ, আঃ রফিক, সোহেল মন্ডলসহ আরও অনেকে সহযোগিতায় অংশ নেন।
কর্মসূচি চলাকালীন নেতা-কর্মীরা খাল পরিষ্কার এবং জলাশয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়দের সচেতনতার ওপর জোর দেন। এ ধরনের কার্যক্রম নগর পরিবেশের উন্নয়ন, জনস্বাস্থ্য এবং স্থানীয়দের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে তারা মনে করেন।
বিআলো/তুরাগ