নাজমুল হোসেন শান্তই ফিরছেন টেস্টের দায়িত্বে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব আবারও ফিরছে নাজমুল হোসেন শান্তর হাতে। শ্রীলঙ্কা সিরিজের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেও, বিসিবির সঙ্গে আলোচনার পর মত বদলেছেন তিনি। বোর্ডের দীর্ঘ আলোচনার পর শান্তকেই আবার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
ওয়ানডে অধিনায়কত্বের চাপ মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সে প্রভাব ফেলায় টেস্টের জন্য নতুন নেতা খুঁজছিল বিসিবি। শুরুতে মিরাজ ও লিটন দাসের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত শান্তকেই দীর্ঘমেয়াদে টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্ত হয়েছে।
টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের রাতেই শান্তর সঙ্গে কথা বলেন বোর্ড কর্মকর্তারা। প্রথমে রাজি না থাকলেও পরে দায়িত্ব নিতে সম্মত হন তিনি। তাকে ফেরাতে উদ্যোগ নেন বোর্ডের একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান পরিচালক।
শান্তের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। আশা করা হচ্ছে, তার অধীনেই বাংলাদেশ আগামী দিনগুলোতে টেস্ট ক্রিকেটে স্থিতি খুঁজে পাবে।
বিআলো/শিলি



