নাটকীয় জয়ে শীর্ষে আল নাসর, রোনালদোর নাচে উল্লাস
স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই গোলের পর ভরদৌড়ে গিয়ে ‘সিউ’- যা এখন ফুটবল দুনিয়ার এক চিহ্ন। তবে এই ম্যাচে আল ফেইহার বিপক্ষে জোড়া গোল করার পর নতুনভাবে উদ্যাপন করলেন পর্তুগিজ তারকা।
আল ফেইহার বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পর পর্তুগিজ তারকা নাচে মাতলেন, কোমর দুলিয়ে হাত ছড়িয়ে বিলালেন উচ্ছ্বাস। সতীর্থদের ঠাট্টা-তামাশা, মাথায় ব্যান্ড- সব মিলিয়ে যেন ছোট্ট উৎসবই বসে গেল আল-আউয়াল পার্কে।
ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও সমতা ফেরায় আল নাসর। ৩৭ মিনিটে কোম্যানের পাস থেকে রোনালদো প্রথম গোল করেন। যোগ করা সময়ের ১১৫ মিনিটে আসে তার দ্বিতীয় গোল- ক্যারিয়ারের ৯৫২তম। এবার লিগে তার গোল সংখ্যা ৮।
অপরাজিত আল নাসর ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল, ব্যবধান বাড়াল আরও ৩ পয়েন্ট। নাটকের ম্যাচ, রোনালদোর নাচ- রাতটা যেন ছিল তারই।
এই জয়ে টেবিলের শীর্ষস্থানে থাকা আল নাসর দ্বিতীয়স্থানে থাকা আল-তাওয়ানের সঙ্গে ব্যবধান বাড়ালো ৩ পয়েন্টে। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট, এখনও অপরাজিত- ড্র বা হার নেই কোনোটি।
বিআলো/শিলি



