নাটকে ফের হানিয়া আমির, আসছে নতুন রোমান্টিক জুটি
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশন নাটকে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ‘মেরে হামসফর’, ‘আন্না’, ‘দিলরাবা’সহ একাধিক হিট নাটকের নায়িকা এবার হাজির হচ্ছেন নতুন ধারাবাহিকে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে।
হানিয়ার শেষ নাটক ছিল ‘কভি মে কভি তুম’, যেখানে তার সহশিল্পী ছিলেন ফাহাদ মোস্তফা। নাটকটি শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে।
দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের জন্য সুখবর- নতুন নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর প্রথম টিজার প্রকাশ পেয়েছে গত সপ্তাহে। এরপর টানা দুটি প্রোমো মুক্তি পায়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক, আর গল্প লিখেছেন রাদাইন শাহ্।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নাটকটির প্রিমিয়ার হবে ৭ নভেম্বর, এবং এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় সম্প্রচারিত হবে।
বিআলো/শিলি



